বান্দরবানে বহুল প্রত্যাশিত পিসিআর ল্যাব হবে ১ মাসের মধ্যে : সিভিল সার্জন

NewsDetails_01

করোনার এই সংকটময় সময়ে বান্দরবানের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী জুলাই মাসের মধ্যে পিসিআর ল্যাব হবে বান্দরবানে। পাহাড়বার্তা’কে একথা বলেন জেলার সিভিল সার্জন অংসুই প্রু মার্মা।

তিনি আজ মঙ্গলবার (৩০জুন) সকালে আরো বলেন, পিসিআর ল্যাব এক মাসের মধ্যে এবং ৪ বেডের আইসিইউ ল্যাব আগামী নভেম্বরের মধ্যে স্থাপন করা হবে। স্থানীয় বিত্তশালী লোকজনের সহায়তা নিয়ে ইতোমধ্যে পাহাড়বার্তা মিডিয়া পার্টনার হিসেবে পিসিআর ল্যাব স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করার বিষয়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পাহাড়বার্তার লাইভ অনুষ্ঠানের কারণে আমাদের চিকিৎসা সরাঞ্জমের চাহিদার বিষয়টা আরো জোরালো হয়েছে।

NewsDetails_03

প্রসঙ্গত,পিসিআর ল্যাব স্থাপনের জন্য জনবল নিয়োগের চিঠি আসে জেলার স্বাস্থ্য বিভাগে। নিয়োগ করা হবে ২১ জন ৩য় শ্রেণীর জনবল । স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চিঠিতে লিখেন, দ্রুততম সময়ে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এদিকে সরকারী উদ্দ্যেগে জুলাই মাসে পিসিআর ল্যাব স্থাপন করার কারনে পাহাড়বার্তা কর্তৃক পিসিআর ল্যাব স্থাপনের যে উদ্দ্যেগ গ্রহন করেছিলো তা বাতিল করা হয়েছে।।

আরও পড়ুন