পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সমন্বয়ক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাওসার উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে চাকুরীর ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা চালু রয়েছে। যার মধ্যে ৫শতাংশ উপজাতি কোটা। তাছাড়া সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উপজাতিদের জন্য ২শতাংশ কোটা চালু রয়েছে। তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বসবাসরত মোট জনগাষ্ঠির প্রায় ৫০শতাংশ বাঙ্গালি হলেও তাদের জন্য কোন কোটা সুবিধা না থাকায় বাঙ্গালিরা শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে উপজাতিদের তুলনায় দিন দিন পিছিয়ে পড়ছে। এসময় তারা উপজাতি কোটা সংস্কার পূর্বক সকল সম্প্রদায়ের জন্য বৈষম্যমূলক কোটা নির্ধারনের দাবি জানান।