বান্দরবানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি করে সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে বান্দরবানে বিশেষ টাস্কফোর্স কমিটিরি সদস্যদের নিয়ে বাজারে ছুটে গেলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি।

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি এর নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম বান্দরবান বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

NewsDetails_03

এসময় বিভিন্ন ফলের দোকান,মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংসের দোকান মনিটরিংসহ ক্রেতাদের সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং পণ্য সামগ্রীর দৈনিক মূল্য তালিকা টাঙ্গানোর পাশাপাশি কেউ যাতে অতিরিক্ত মুল্যে দ্রব্য বিক্রি না করে সেজন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক শামীম আর রিনি এসময় ব্যবসায়ীদের সঠিকভাবে ক্রেতাদের পণ্য বিক্রি করা ও কোনরকম ভেজাল পণ্য বিক্রি না করার নির্দেশনা দেন এবং কেউ যদি কোনরকম ভেজাল পণ্য বিক্রি করে এবং ওজনে কম দেয়াসহ দ্রব্যমুল্য বেশি নিয়ে কোন অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাকে আইনগতভাবে শাস্তির আওতায় আনা হবে বলে সাফ জানিয়ে দেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম,হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মামুনুর রশীদ, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো.আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবু সালেহ চৌধুরীসহ সরকারী বিভিন্ন কার্যালয়ের উর্ধতন কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন