বান্দরবানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবান জেলার ৭টি উপজেলায় আরো ৭ জন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৫জন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আরো ১জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আরো জানা যায়, জানুয়ারী থেকে আজ পর্যন্ত বান্দরবানে ডেঙ্গুতে ৭শত ২৯ জন আক্রান্ত হয়েছে আর এদের মধ্যে ৭শত ৮জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরলেও এখনো জেলা সদর সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে ২১জন রোগী।
এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এই পর্যন্ত বান্দরবানে মৃত্যু হয়েছে ১জনের।