বান্দরবানে বাড়ছে করোনা রোগী : নতুন করে আক্রান্ত ১৪জন

বান্দরবানে গেল এক সপ্তাহ যাবত হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১৪জন,আক্রান্তদের মধ্যে ৩জনই বান্দরবান সদর,৭জন লামা এবং ৪জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৫শত ৬৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৬হাজার ৯শ ৯৮জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ১শত ৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১০২৯জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান,জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা আরো জানান,বান্দরবানে গেল এক সপ্তাহে হঠাৎ করে করোনা রোগী বেড়ে গেছে এটা আমাদের জন্য দু:সংবাদ । আমাদের সকলকে আরো সর্তক হতে হবে এবং করোনা ভাইরাস নিমূলে সরকারের প্রচারিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ৮১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।

আরও পড়ুন