বান্দরবানে বাড়ছে করোনা রোগী : নতুন করে আক্রান্ত ১০জন

NewsDetails_01

কঠোর লকডাউনেও বান্দরবানে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১০জন।

আক্রান্তদের মধ্যে ৫জন বান্দরবান সদর উপজেলা ও ৫জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান,এ পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ১২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৮হাজার ২শত ৫৩জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৫শ ৩৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১ হাজার ১শত ৯৪জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ২হাজার ২শত ৯৬জন প্রথম ডোজ গ্রহণ করেছে।

আরও পড়ুন