বান্দরবানে বিএনপি’র বিক্ষোভ

৩০ ডিসেম্বরকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে বান্দরবান শহরের পুরাতন শিশু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

NewsDetails_03

সমাবেশে সভাপত্বি করেন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক জসিম উদ্দীন, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জামান প্রমুখ।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং বিক্ষোভ সমাবেশে বলেন, ৩০ ডিসেম্বর ও ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। দেশে চালু করেছে স্বৈরাচারী ব্যবস্থা। এমন ব্যবস্থার মাধ্যমে দেশে জনগণ ও গণমাধ্যমের অধিকার হরণ করা হয়েছে।

আরও পড়ুন