বান্দরবানে বিএনপি’র মানববন্ধন পন্ড, আটক ১

NewsDetails_01

বান্দরবান বাজারের ২নং গলিতে মানববন্ধনের সময় পুলিশের বাঁধার সম্মুখিন হয় বিএনপির নেতাকর্মীরা
মিয়ানমার সরকারি বাহিনী দ্বারা রোহিঙ্গা জাতির উপর নৃশংস হত্যাকান্ড ও নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে জেলা বিএনপি’র মানববন্ধন । শুক্রবার সকালে বান্দরবান বাজারের ২নং গলিতে মানববন্ধনের সময় পুলিশের বাঁধার সম্মুখিন হয় জেলা বিএনপি । এ সময় মানববন্ধনে দাঁড়িয়ে থাকা নেতাদের হাত থেকে মানববন্ধনের ব্যানার কেড়ে নেয় পুলিশ । পরে ঘটনাস্থল থেকে জেলা যুবদলের সদস্য মো: শফিকে আটক করে পুলিশ ।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন, প্রশাসন থেকে অনুমতি না নেয়ায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন করতে বাধা দিয়েছে।

আরও পড়ুন