বান্দরবানে বিজিবির অভিযান, অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী হাজরাং পাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ নভেম্বর (সোমবার) ভোরে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো.ইমামুল আজিম আর্টিলারি এর নেতৃত্বে একটি দল নেপিউপাড়া বিওপির আওতাধীন হাজরাং পাড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান গ্রহণ করে।

NewsDetails_03

আভিযানিক দলটি অবস্থানকালীন হঠাৎ ইউনিফর্ম পরিহিত ২জন সশস্ত্র এবং কয়েকজন সিভিল পোশাক পরিহিত সন্ত্রাসীকে ঝিরি অতিক্রম করতে দেখতে পায়। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা বিজিবি আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়লে বিজিবির আভিযানিক দলটি সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে গুলি করে। এদিকে উভয় পক্ষের গোলাগুলির ঘটনার ফলে সন্ত্রাসী দলটি ছত্রভংগ হয়ে যায় এবং গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে আভিযানিক দলটি ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরী এক নলা গাদা বন্দুক, ১টি কাঠের তৈরী দেশীয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি কার্তুজের খালি খোসা, অস্ত্র পরিস্কারের ক্লিনিং কিটস, অয়েল বোতল ১টি, অয়েল ব্রাশ ১টি, কটন ১ বান্ডেল এবং ১টি কম্ব্যাট পোশাক (শার্ট) উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন