বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু

purabi burmese market

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকালে বান্দরবানের আমতলী পাড়ায় টিএনটি লাইন সংযোগে কাজ ঠিক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তি কেরানীহাটের উত্তর ছদাহা গ্রামের সাতকানিয়া থানার রাজ্জাকের ছেলে মোঃ সাদেক (২৮)।

উল্লেখ্য যে নিহত ব্যক্তি টিএনটি ঠিকাদার হানিফের অধীনস্থ একজন শ্রমিক হিসেবে কাজ করে।

স্থানীয়রা জানায়, সকালে কাজ করার সময় অসর্তকতামূলক বিদ্যুৎ লাইনের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। খবর পেয়ে অন্যান্য শ্রমিক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর বান্দরবান হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর জানান,সংযোগ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিকের মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।