বান্দরবান সদরের কানাপাড়া এলাকায় বিদ্যুৎ পিষ্ট হয়ে গাছ কাটার এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার দুপরে কানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো: রুবেল (২৭)। তার বাড়ি ঝালকাঠি জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবানের কানা পাড়া এলাকায় শনিবার দুপরে গাছ কাটতে উঠলে এই সময় গাছের ঢাল বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে মো: রুবেল নামের এই শ্রমিক বিদ্যুৎ পিষ্ট হয়, পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহীদুল ইসলাম চৌধুরী জানান, নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে,ময়নাতদন্ত্র শেষে পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে।