বান্দরবানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হলেন শামসুল ইসলাম

NewsDetails_01

বান্দরবান পৌরসভার উপ নির্বাচনে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। আগামী ২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবির মৃত্যুজনিত কারনে নির্বাচন কমিশন ১ জুন মেয়র পদে উপনির্বাচন ঘোষণা করেন। আগামী ১৭ জুলাই পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হয়েছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, গত ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়া ও মনোনয়নপত্র বাছাইয়ে শামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। এ হিসেবে অন্য কোনো প্রার্থী না থাকায় মো: শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

NewsDetails_03

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতিতে শামসুল ইসলাম এর পথচলা ১৯৯২ সালে, পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

এই বিষয়ে শামসুল ইসলাম জানান, বান্দরবান পৌরসভাকে আধুনিক ও পর্যটক বান্ধব পৌরসভা হিসাবে গড়ে তুলতে কাজ করবো।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামসুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ এর নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তিনি চলতি মেয়াদে আড়াই বছর মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালে ১৫.৮৮ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বান্দরবান পৌরসভা ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে গঠিত হলেও ২০০১ সালে ‘ক’ শ্রেণীর পৌরসভাতে উন্নিত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় বর্তমানে প্রায় ৭৫ হাজার মানুষ বসবাস করে। মোট ভোটার ৩৩ হাজার ৭৪৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬০১জন, মহিলা ভোটার ১৫ হাজার ১৪৬জন।

আরও পড়ুন