বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন বীর বাহাদুর

NewsDetails_01

উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যায়ে বান্দরবান সরকারি কলেজের (৩য় তলা বিশিষ্ট) লাইব্রেরী রুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন, ৫০ লক্ষ টাকা ব্যায়ে বান্দরবান সরকারি কলেজের অডিটরিয়াম ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন, ১ কোটি টাকা ব্যায়ে বান্দরবান সদরের হোমিওপ্যাথিক কলেজ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মুকসুদুল আমিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং ম্রো, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াছির আরাফাত।

আরও পড়ুন