বান্দরবানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রশিক্ষন ক্যাম্প শুরু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ ২০২০ এ অংশগ্রহণের লক্ষে বিভিন্ন ইভেন্ট বান্দরবান জেলা টিম গঠনের লক্ষে বান্দরবানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রশিক্ষন এর উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান জেলা পরিষদের সন্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন ক্যাম্প এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান ব্রিগেডের মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার মো আলী হোসেন। পরে হ্যান্ডবল, ফুটবল,উশু,ক্রিকেট, কারাতে, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে ২ শতাধিক ক্রিড়াবীদ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।