গ্রামীণ অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মসুচীর আওতায় বান্দরবান পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে । সোমবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে পৌরসভার সচিব মো:তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী । সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মো:আবুল খায়ের, উজলা তঞ্চঙ্গ্যা,সৌরভ দাশ শেখর ,হাবিবুর রহমান খোকন,আবুল কালামসহ বিভিন্ন প্রতিষ্টানের প্রধানরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, সরকারের আন্তরিকতায় পার্বত্য এলাকার নানাবিধ উন্নয়ন সাধিত হচ্ছে । বর্তমান সরকারের ভিশন প্রত্যোকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছাঁনোর মধ্য দিয়ে দরিদ্র জনসাধারণের সামাজিক উন্নয়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বান্দরবানে বিভিন্ন ধর্মী ও সামাজিক প্রতিষ্টানের প্রধানদের হাতে সোলার প্যানেল গুলো তুলে দেন। এসময় আয়োজকেরা জানান, ইতিপূর্বে ও গ্রামীন অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মসুচীর আওতায় বান্দরবান পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্টানের মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে এবং আগামীতে এই কর্মসুচী অব্যাহত থাকবে।আজকে অনুষ্টানে পৌর এলাকার ২৫টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্টানের মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকার সোলার প্যানেল বিতরণ করা হয় ।