“পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” এই বিষয়কে কেন্দ্র করে বান্দরবানে উদযাপিত হল বিশ্ব পর্যটন দিবস । বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে পৃথক দুটি শোভাযাত্রা বের করে বান্দরবান জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ । বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সরকারি-বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের ছাএ-ছাএী সহ হোটেল মোটেল ব্যবসায়ীরা অংশ নেয়। পরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম সভাপতিত্বের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো:সিরাজুল ইসলামসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বান্দরবানের পর্যটনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরনের ।
এর আগে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে’র শোভাযাত্রা বের হয় । সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম, জেলা পরিষদের সদস্য সিং ইয়ন ম্রো,জুয়েল বম, বান্দরবান হোটেল-মোটেল সভাপতি অমল কান্তি দাশ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাএ ছাএীরা উপস্থিত ছিলেন।