বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত

NewsDetails_01

Picture 23 August 2016বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বান্দরবানে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক প্রস্ততি মূলক সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: দিদারুল আলম , পৌর মেয়র মো: ইসলাম বেবী , অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: হারুনুর রশীদ ,তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা মো : আব্দুল ওয়াহাব প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, বান্দরবান একটি পর্যটন নগরী, প্রাকতিক সৌন্দর্যের লীলা বৈচিত্র্যের সমাহার রয়েছে এই বান্দরবানে। পর্যটনকে কাজে লাগিয়ে জেলায় অনেক উন্নয়ন করা সম্ভব। এসময় আরো বলেন, পর্যটনকে নিয়ে স্থানীয়দের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে, দিন দিন ব্যবসায়িরা পর্যটন ভিত্তিক নানা কর্মকান্ড বাস্তবায়ন করছে ।
জেলা প্রশাসক এসময় আগামী বিশ্ব পর্যটন দিবসে নানা কর্মপরিকল্পনা গ্রহন করে জেলার পর্যটন উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহবান ও জানান ।

আরও পড়ুন