বান্দরবানে বিশ্ব মৃত্তিকা দিবসে শোভাযাত্রা

বান্দরবানে বিশ্ব মৃত্তিকা দিবসে শোভাযাত্রা
বান্দরবানে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মফিদুল আলম, মৃত্তিকা ও পানি সংরক্ষণ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলতাফ হোসেনসহ বিভিন্ন অফিসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় বক্তব্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, আমাদের বান্দরবানে অপরিকল্পিত ভাবে পাহাড় কাটার ফলে প্রতি বর্ষায় পাহাড়ের ব্যাপক ক্ষতি হচ্ছে। এখনই পাহাড়গুলোকে ঠিকমত সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যতে পাহাড়গুলোকে টিকিয়ে রাখা সম্ভব হবেনা। এসময় তিনি উপস্থিত সকলকে পাহাড় কাটার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।

আরও পড়ুন