বান্দরবানে বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের পাঠাগার ও বিজ্ঞানাগার উদ্বোধন করলেন ক্যশৈহ্লা

NewsDetails_01

বান্দরবান শহরের বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের নবনির্মিত পাঠাগার ও বিজ্ঞানাগার উদ্বোধন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

আজ ১ জুন বুধবার বিকেলে জেলা শহরের কেচিংঘাটা এলাকায় বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

NewsDetails_03

এসময় জেলা পরিষদের অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাঠাগার ও বিজ্ঞানাগার ফিতা কেটে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, মোজ্জাম্মেল হক বাহাদুর, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, বর্তমান সরকারের সময়ে পার্বত্য এলাকায় অনেক পরিবর্তন ঘটেছে। শিক্ষার উন্নয়নের পাশাপাশি সর্বক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি পার্বত্য জেলা পরিষদও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছ, আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন