বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিভিন্ন বৌদ্ধ বিহারে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে পার্বত্যমন্ত্রীর বান্দরবানস্থ কার্যালয়ে বিভিন্ন বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি ও বিহার অধ্যক্ষ হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় চেক বিতরণ অনুষ্ঠানে রুমা দেব বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চান্দাসারা মহাথের, লামা ইয়াংছা ছোটপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ওয়াইনা মহাথের, জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উ: নন্দমালা থের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি হ্লাথোয়াইহ্রী মারমা সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বান্দরবানের বিভিন্ন উপজেলার ৪১টি বৌদ্ধ বিহারে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।