ফাল্গুনের মাঝামাঝি সময়ে হঠাৎ বৃষ্টিতে বান্দরবানে জনদূভোর্গ নেমে আসে। আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১০ টা পর্যন্ত পড়তে থাকে অবিরাম বৃষ্টি আর ব্রজপাত। এসময় চারিদিকে অন্ধকার নেমে আসে। ফলে বিপর্যস্ত হয়ে পরে নাগরিক জীবন।
ভারি বৃষ্টিতে জেলা সদর ছাড়াও জেলার উপজেলাগুলোর বিভিন্ন সড়কে পানি জমে যায় এবং কয়েক স্থানে গাছপালা ভেঙ্গে পড়ে। বৃষ্টির কারণে সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃষ্টিতে বেশির ভাগ অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়।
বান্দরবান শহরের মেম্বারপাড়া এলাকার বাসিন্দা হিল্লোল দত্ত বলেন, যেভাবে হঠাৎ অন্ধকার নেমে আসছে, এটা অনেকদিন পর আমরা দেখেছি, দিনের বেলায় টর্চ নিয়ে চলাফেরা করতে হয়েছে।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বজ্রপাতে চারজন আহত হয়েছে। তাদের নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।