বান্দরবানে বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে দুদকের অভিযান
ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো: শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি দল ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো. আব্দুস সালাম,সিভিল সার্জন অফিসের মেডিকাল অফিসার ডা. মো. মাহাতাব উদ্দিন চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাফায়েত হোসেনসহ প্রমূখ।
অভিযানে বান্দরবান হিল ভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৮ ধরনের ত্রুটি পায় দুদক । বান্দরবান বাজারে গড়ে উঠা চারতলা বিশিষ্ট এই হাসপাতালে নেই জরুরী নির্গমন সিঁড়ি, পরিবেশের ছাড়পত্র সহ ১৮ ধরনের সুযোগ সুবিধা । এ সময় ত্রুটির ধরন বিবেচনা করে ওই হাসপাতালকে ত্রুটিমুক্ত করার জন্য ৩ মাস সময় বেঁধে দেয় দুদক ।
এছাড়াও দুদক বান্দরবান শহরের ডায়বেটিস হাসপাতাল, ইমানুয়েল মেডিকাল সেন্টার, মুক্ত মেডিকাল সেন্টার,পপুলার ফামের্সী, বান্দরবান প্যাথলজিতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই সব প্রতিষ্ঠানের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন । সকল প্রকার কাগজ পত্র তৈরী ও নবায়ন করার জন্য মৌখিকভাবে সর্তক করেন দুদক।