বান্দরবানে বৌদ্ধধর্মালম্বীদের মহাসংঘদান অনুষ্ঠান সম্পন্ন

bandarban-pic-11-sep-2016-3ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাসংঘ দান অনুষ্ঠান।

রবিবার সকালে দি ওয়ার্ল্ড বুদ্ব শাসন সেবক সংঘের আয়োজনে বান্দরবান রাজগুরু বিহারে এই মহাসংঘ দান অনুষ্ঠান অনুষ্টিত হয়।

NewsDetails_03

মহাসংঘ দান অনুষ্ঠানে বিহারাধ্যক্ষ শ্রীমৎ উ প ঞ ঞা জোত মহাথের ( উ চ হ্লা ভান্তে) উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন । অনুষ্টানে বৌদ্ব ধর্মালম্বী নারী পুরুষেরা সমবেত হয়ে ইহকাল ও পরকালের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেয়। এসময় অনুষ্টানে শত শত দায়ক-দায়িকারা বৌদ্ধ ভিক্ষুদের খাদ্যদ্রব্য, টাকা, ফল ও বিভিন্ন দ্রব্য দান করে সুখ শান্তি কামনা করেন।

প্রসঙ্গত, প্রতি বছর ভাদ্র মাসে এই মহাসংঘ দান অনুষ্ঠান অনুষ্টিত হয় , বৌদ্ব ধর্মালম্বীদের বিশ্বাস মহাসংঘ দান অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু ও শিষ্যের সম্পর্কের ভিত্তি আরো সুদৃঢ় হয় আর সকলে ধর্মীয় অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে পরবর্তী জীবনে সুখ শান্তি লাভ হয় ।

আরও পড়ুন