বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা

দীর্ঘ যুগযুগ ধরে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নানা ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বান্দরবানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চনুমং মারমা।

আজ সোমবার সকালে মাষ্টার গেষ্ট হাউজ সভা কক্ষে এক জরুরি সভায় এই দ্বায়িত্ব দেয়া হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারী শনিবার বিকালে উজানী পাড়া উপজাতীয় নবোদয় সংঘ (উনস) হল রুমে এক জরুরি সভায় উৎসব উদযাপন পরিষদের দ্বায়িত্বরত সভাপতি অংচমং মারমা স্বেচ্ছায় কমিটি থেকে অব্যাহতি নেন। একই দিনে উৎসব উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

NewsDetails_03

এদিকে আসন্ন এপ্রিল মাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান মাহা:সাংগ্রাই পোয়ে: জলকেলী উৎসব উদযাপনকে ঘিরে উদযাপন পরিষদের সভাপতি পদটি শুন্যতা দেখা দেয়। পরে কমিটি সদস্যরা এক জরুরি বৈঠকের আলোচনা সভায় সহ-সভাপতি চনুমং মারমাকে কমিটি সদস্যদের সিদ্ধান্তনুযায়ী উৎসব উদযাপন পরিষদের সভাপতি পদে নির্বাচিত করা হয় ও সেদিনে চনুমং মারমা নিজ দ্বায়িত্ব গ্রহন করেন তিনি

এছাড়াও কার্যনির্বাহী পরিষদের পদে রদলবদল ও শুন্যস্থান পূরণে লক্ষ্যে সহ-সভাপতি পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ১জন ও কার্য নির্বাহী সদস্য ৩ জন সহ ২১ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এবিষয়ে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা বলেন, আসন্ন বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে উৎসব উদযাপন পরিষদ জনসাধারণের আলোচনা মাধ্যমে সকল কর্মসূচি গ্রহন করা হবে, যাতে করে এই উৎসবটি সুষ্ঠুভাবে সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন