বান্দরবান সদর উপজেলার বিএনকেএস ও ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়িত বিএডিপি প্রকল্পের আওতায় স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা (ওয়াস) অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বান্দরবান সদর ইউনিয়নের লম্বাঘোনা পাড়ায় এ সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিপি স্বাস্থ্য প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কাজল কান্তি দে, ফিল্ড ফ্যাসিলেটেটর বামং উ মার্মা, বীর মনি ত্রিপুরা, পাড়া কারবারী চিংনু মংসহ অনেকে। ওরিয়েন্টশনের শুরু হয় ক্যথুই প্রু মার্মার সভাপতিত্বে।
অনুষ্ঠানে ফিল্ড ফ্যাসিলেটেটর বামং উ মার্মা বলেন, গ্রাম পর্যায়ে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন ব্যবহার বাড়ানো সহ শিশুদের স্বাস্থ্য পরিচর্যা বিশেষ করে হাত ধোয়া, নখ ছোট রাখা, সরকারী নির্দেশনা মোতাবেক শিশুদের টিকা দেওয়া এবং মেনে চলা অত্যন্ত জরুরী।
চিং নু মং কারবারী বলেন, এখন বর্ষার সময় এসময় প্রায় ডায়রিয়া ও পানিজনিত রোগের প্রাদুভাব ঘটে তাই বিএনকেএস যে আয়োজন করেছে এবং আলোচনা ও পরামর্শ দিচ্ছে তা যদি মেনে চলি তাহলে আমাদের শিশু ও পরিবারের সকলের জন্য মঙ্গল হবে।