বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়ার মাঝেরপাড়া বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করে ম্রা থোয়াই মারমা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুহালং ইউনিয়নের একটি বিহারের পাশের রান্নাঘরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়, ব্যক্তিগত দ্বন্দের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর হত্যাকারী পালিয়ে গেলেও তাকে আজ বিকালে আটক করা হয়।
এদিকে ঘটনার পর ভিক্ষুর লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই ব্যাপারে বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, হত্যাকান্ডের বিষয়ে আমাদের টিম কাজ করছে, তদন্ত্রের পর বিস্তারিত জানাতে পারবো।