বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়
বান্দরবানে দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (২৩মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বান্দরবানের বালাঘাটা বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দ্রব্যমুল্য বাড়তি নেয়ার অভিযোগে ২টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে বেশী দামে বিক্রি না করার জন্য নির্দেশনা ও প্রদান করা হয়।
অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো.নাজমুল হুদা, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মিতুন কুমার বড়ুয়া।