বান্দরবানে মগ লিবারেশন পার্টির শীর্ষ নেতা মন্টু মার্মা অস্ত্রসহ আটক

NewsDetails_01

মগ লিবারেশন পার্টির শীর্ষ নেতা মন্টু মার্মা
বান্দরবানের রুমা উপজেলা থেকে মগ লিবারেশন পার্টির এক শীর্ষ নেতাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। আটকর্কৃতের নাম মন্টু মার্মা(২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে জেলার রুমা উপজেলার দূর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ১টি মোবাইল উদ্ধার করে।
আরো জানা গেছে, মন্টু মার্মা দীর্ঘদিন ধরে রুমার বিভিন্ন এলাকায় অপহরণ,চাঁদাবাজীসহ বিভিন্ন সন্ত্রাস মূলক কর্মকান্ড সংগঠিত করে আসছে। মন্টু মার্মা গত বছর রুমা উপজেলার বাসাদেও পাড়ার কারবারী অপহরণ এবং চলতি বছরের ২৫ জানুয়ারি পালিকাপাড়া থেকে ৪ কাঠুরিয়া শ্রমিককে অপহরণের সাথে সরাসরি জড়িত। মন্টুর বিরুদ্ধে রুমার দুই আদিবাসী কিশোরী ধর্ষণেরও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রুমা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, আমরা ঘটনা শুনেছি, তবে এখনও আমাদের কাছে মন্টু মার্মাকে হস্তান্তর করা হয়নি।

আরও পড়ুন