বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সাংবাদিক সহকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাংবাদিক একেএম জাহাঙ্গীর। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
সভায় একেএম জাহাঙ্গীর বলেন, সাংবাদিকতার মাধ্যমে আমার কর্মজীবন শুরু হয়েছিল। দীর্ঘদিন সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতে জড়িত ছিলাম। এখন দলীয় মনোনয়নের মাধ্যমে জনসেবার সুযোগ পেতে যাচ্ছি। বান্দরবান সদর উপজেলার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপামর জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাস্টার, সাংবাদিক এম.এ. হাকিম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।