বান্দরবানে মনোনয়ন ফরম জমা দিলেন জাতীয় পার্টির প্রার্থী এ.টি.এম শহীদুল ইসলাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসন ৩০০নং এ জাতীয় পার্টি এর প্রার্থী হিসেবে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিলেন এ.টি.এম. শহীদুল ইসলাম (বাবলু)।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় বান্দরবান জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় রিটানিং কর্মকর্তা মনোনয়ন ফরম বুঝে নেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে খুলসুম,অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম.শাহাদাত হোসেনসহ জাতীয় পার্টি এর প্রার্থীর সমর্থক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ.টি.এম. শহীদুল ইসলাম (বাবলু) পেশায় একজন বেসরকারি চাকুরীজীবি। তিনি বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার নুনার বিল এলাকায় বাসিন্দা এবং মার্স্টাস পাশ। তিনি জাতীয় পার্টির বান্দরবান জেলার লামা উপজেলার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন রয়েছেন।