জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষিপদ দাস,ডনাই প্রু নেলী ও ইসলামী আন্দোলনের জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি শওকতুল ইসলাম,বিএনপির ডামি প্রার্থী উম্মে কুলসুম লীনা,নাথান বম। এসময় প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীছাড়া ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
এই ব্যাপারে বান্দরবান জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন,বান্দরবান আসনে মোট ৯জন মনোনয়নপত্র দাখিল করেছেন।