পরে উপস্থিত সকলে মিলে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেনসহ স্কাউট, রেড ক্রিসেন্ট, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করে।
মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তারা বলেন,পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সবাইকে নিজের অফিস ও বাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। দেশ ও সমাজকে ভালোবেসে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।