বান্দরবানে মহাকারুণিক বুদ্ধের স্মরণে শোভাযাত্রা

বান্দরবানে মহাকারুণিক বুদ্ধের স্মরণে শোভাযাত্রা
প্রথম বারের মত বান্দরবানে মহাকারুণিক গৌতম বুদ্ধের স্মরণে ফুল পূজা উৎসব উদযাপন করা হয়েছে। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ সম্যক সম্বুদ্ধ(বৌদ্ধত্ব লাভ) লাভের পর ৫ হাজার বছরের অনুশাসনের যে বাণী রেখে গেছেন তার স্মরণে বৌদ্ধ ধর্মালম্বীরা ফুল পূজা উৎসব করে থাকেন।
এ উপলক্ষে রবিবার সকালে বান্দরবান উজানী পাড়া মহা বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য ফুলের শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিহারে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন রকমের ফুল হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বৌদ্ধ ধর্মালম্বী পূজারীরা।
পরে বিহারে বিভিন্ন রকমের লক্ষাধিক ফুল সাজিয়ে পূজা অর্চণায় অংশ নেয় দায়ক দায়িকারা। অনুষ্ঠানে বোমাং সার্কেলের রাজা উ চ প্রু সহ শতশত ধর্ম প্রাণ বৌদ্ধ নর-নারী অংশ নেয়। পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা এবং প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ভক্তরা। অনুষ্টানে ধর্ম দেশনা দেন উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ চাইন্দা ওয়ারা মহাথের।

আরও পড়ুন