প্রথম বারের মত বান্দরবানে মহাকারুণিক গৌতম বুদ্ধের স্মরণে ফুল পূজা উৎসব উদযাপন করা হয়েছে। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ সম্যক সম্বুদ্ধ(বৌদ্ধত্ব লাভ) লাভের পর ৫ হাজার বছরের অনুশাসনের যে বাণী রেখে গেছেন তার স্মরণে বৌদ্ধ ধর্মালম্বীরা ফুল পূজা উৎসব করে থাকেন।
এ উপলক্ষে রবিবার সকালে বান্দরবান উজানী পাড়া মহা বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য ফুলের শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিহারে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন রকমের ফুল হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বৌদ্ধ ধর্মালম্বী পূজারীরা।
পরে বিহারে বিভিন্ন রকমের লক্ষাধিক ফুল সাজিয়ে পূজা অর্চণায় অংশ নেয় দায়ক দায়িকারা। অনুষ্ঠানে বোমাং সার্কেলের রাজা উ চ প্রু সহ শতশত ধর্ম প্রাণ বৌদ্ধ নর-নারী অংশ নেয়। পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা এবং প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ভক্তরা। অনুষ্টানে ধর্ম দেশনা দেন উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ চাইন্দা ওয়ারা মহাথের।