মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্টিত হয়।
এসময় প্রথমে জেলার ফুটবলারদের নিয়ে লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়। পরে সরকারী দল ও বেসরকারী দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। ম্যাচে সরকারি দল বেসরকারি দলকে ১-০ গোলে পরাজিত করে। টান টান উত্তেজনা আর দর্শকদের কানায় কানায় পুর্ণ হয়ে জমজমাট হয়ে ওঠে জেলা স্টেডিয়াম।
ফুটবল খেলা শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে ম্যাচে অংশ নেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর আলী নুর খান,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম, সিভিল সার্জন ডা. অ সুই প্রু, পৌর মেয়র ইসলাম বেবীসহ সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। খেলায় ধারাভ্যাষ্য দেন সাবেক খেলোয়াড় মাহফুজুর রশীদ বাচ্চু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোমেন।