এসময় মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে সালাম গ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো:আসলাম হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সরকারী ও বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্ধ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোমুগ্ধকর শরীর চর্চা ও ডিসপ্লে দর্শকদের নজর কাড়ে।
এদিকে নানা কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসন,পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্টান নানা আয়োজনে দিবসটিকে পালন করেছে।