বান্দরবানে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

NewsDetails_01

বান্দরবানে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিরা
বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বান্দরবান জেলা শাখা। এ উপলক্ষে আজ রবিবার বিকেলে পৌর এলাকায় রাজবাড়ী প্রাঙ্গনে বান্দরবান জেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি নিলুতাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক এমপি সাচিং প্রু জেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুচ, জেলা বিএনপির সহ-সভাপতি অবদুল মাবুদ,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মজিবুর রশিদ,সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গির আলম, ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত ভূষণ সহ মহিলা দলের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন,খালেদা জিয়া কারাগারে খুব অসুস্থ। কিন্তু সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে।তাই অবিলম্বে দেশনেত্রীর খালেদা জিয়া মুক্তি ও সুচিকিৎসা দিতে হবে। দেশ রক্ষার্থে আগামি যে কোন আন্দোলনে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বান্দরবান মহিলা দলের সাধারণ সম্পাদিকা উম্মে কুলসুম লীনা। এ সময় জেলা মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন