এসময় প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এছাড়া জেলা বাজার কর্মকর্তা বিজয় কুমার দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বাজারের মাংস প্রক্রিয়াকরণ ও বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, কোরবানীর পশুকে জবাইয়ের আগে কোন ভাবেই কষ্ট দেয়া যাবেনা। এছাড়া গরুর চামড়াও অতিযত্ন সহকারে ছাড়াতে বলেন। তিনি বলেন, গরুর চামড়ায় কোন দাগ পড়লে বা কেটে গেলে তার দাম কমে যায়। এসময় তিনি গরুর রক্ত সম্পূর্ণভাবে বেড়িয়ে গেলে চামড়া ছাড়ানোর কথা বলেন।