বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস খাদে পড়ে সাত যুবক আহত হয়েছেন। বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা লম্বা রাস্তা এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতরা হলেন,সাইফুল, নূর আলম মোহাম্মদ, আরমান, ফয়সাল বিন মাহাবুবু, মো. রোকন। অপর দু’জনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, জেলা শহরের মেম্বারপাড়া থেকে চারটি গাড়ি নিয়ে স্থানীয় যুবকেরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কোরবানির মাংসসহ বিভিন্ন ত্রাণ সামগ্রি নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা লম্বা রাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তারা আহত হলে তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।