বান্দরবানে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড এবং দেশ প্রেম, মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে স্কুল শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে জেলা শহরের ডন বস্কো উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এক অনুষ্ঠানে প্রায় ৭০০ শত শিক্ষার্থী এ কার্ড প্রদর্শন করেন। পরে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ব্রাদার সিলভেষ্টার মৃধা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন।
গত ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়ে থেকে টেকনাফ পর্যন্ত শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে এই কর্মসূচী শুরু করা হয়। আজ সোমবার ৬৩ তম জেলা হিসেবে বান্দরবানে কর্মসূচী পালন করা হয়।