বান্দরবানে মানবিক পুলিশ অফিসার হিসেবে কাজ করতে চাই : নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম

NewsDetails_01

সম্প্রীতির বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১১টি সম্প্রদায়’সহ জেলায় বসবাসরত বাঙালিদের জন্য আইনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বজায় রেখে মানবিক পুলিশ হিসেবে কাজ করতে চাই। পাশাপাশি সড়ক দুর্ঘটনা, মাদক চোরাচালান, অনলাইন জুয়া’সহ বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করবো। বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব কথা বলেন।

আজ শনিবার (২৭ আগস্ট) সাড়ে ১০ টায় বান্দরবান সদর থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার আরো বলেন, বান্দরবানে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক বিভাগ’সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পরিবহনের মালিক শ্রমিকদের সাথে বসে পরিকল্পনা করে বান্দরবানকে এগিয়ে নিতে কাজ করবো।

এ সময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার ও সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহ উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক’সহ বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।

আরও পড়ুন