অনুষ্ঠােেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র হাবিবুর রহমান খোকন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:তবিবুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মো:তাজুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো:ইলিয়াছ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার অনুকম্পা চাকমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পার্বত্য জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং শতভাগ ভর্তির কার্যক্রম অব্যাহত রাখা ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।