যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় বান্দরবানে শুরু হয়েছে (অনুর্ধ্ব ১৫) ফুটবল প্রশিক্ষণ।
বুধবার (৬ মার্চ) বিকেলে বান্দরবান জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এই ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম ।
এসময় জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মুজিুবুর রশীদ, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ দিলীপ কুমার দে, জাতীয় বস্কিং কোচ মাহাফুজুর রশীদ বাচ্চু, জেলা ফুটবল কোচ অসীম বড়–য়া, জেলা ফুটবল কোচ ছোটন দাশসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও অনুর্ধ্ব ১৫বছর বয়সী ফুটবল প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মাসব্যাপী এবারের ফুটবল প্রশিক্ষণ কর্মসুচীতে জেলা সদরের অর্ধ শতাধিক ফুটবল প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছে আর এই ধরণের আয়োজনের মাধ্যমে নতুন নতুন খোলোয়াড় সৃষ্টির পাশাপাশি ক্রীড়ার উন্নয়ন অব্যাহত থাকবে।