বান্দরবানে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু

purabi burmese market

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় বান্দরবানে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়েছে। ২০ ডিসেম্বর (রবিবার) বিকালে শহরের বালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবী।

জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা হ্যান্ডবল কমিটির আহবায়ক ও ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর থুইসিং প্রু লুবু, হ্যান্ডবল প্রশিক্ষক মংপুসে মার্মা, উক্যসিং মার্মা সহ প্রশিক্ষণার্থীরা।

এসময় সদর উপজেলার মোট ৩০জন প্রশিক্ষণার্থীরা অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণ আগামী ২০শে জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।