মেয়াদউর্ত্তীণ ও দুর্গন্ধময় বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রয়ের অভিযোগে বান্দরবানের মধুবন মিষ্টির পরিবেশক শফিকুর রহমানকে জেলা হাজাতে পাঠিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতে শফিকুর রহমানকে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।
মামলার বাদী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মিতুন কুমার বড়ুয়া জানান, গত ১৫ নভেম্বর ওই দোকানে অনুসন্ধান চালালে মেয়াদউর্ত্তীণ বিভিন্ন খাবার পাওয়া যায় । পরে এ বিষয়ে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। ওই মামলায় আজ আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে।