বান্দরবানে মুজিব বর্ষ ও ক্ষণগণনার উদ্বোধন

NewsDetails_01

সারা দেশের ন্যায় মুজিব বর্ষ ও ক্ষণগণনার শুভ উদ্বোধনের মাধ্যমে আজ শুক্রবার বিকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে পালিত হলো মুজিব বর্ষ ও ক্ষণগণনার অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এই দিনে ১৯৭২ সালে ১০ জানুয়ারী পাকিস্তান কারাগার হতে দেশে ফিরে আসেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই দিনে বাঙালী জাতির স্বাধীনতা পরিপূর্ণতা পায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষ্যে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

NewsDetails_03

বান্দরবানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালক মং নু চিং, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিংইয়ং ম্রো, সদস্য ফিলিপ ত্রিপুরা।

আরো উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সোহরাব হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, বান্দরবান শহর সমাজ সেবা অফিসার সফিকুল ইসলাম, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা সহ অনেকে। এ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন