বান্দরবানে মৃদু ভূমিকম্প অনুভূত

NewsDetails_01

বান্দরবান ও চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ছিলো।

NewsDetails_03

আবহাওয়া দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বান্দরবান জেলা ছাড়াও চট্টগ্রাম মহানগরী ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের দক্ষিণ খাওবুং থেকে ৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৪। আর কেন্দ্রস্থল ছিলো ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আঘাত বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে অনুভূত হওয়ার তথ্য জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন