গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামের সাতকানিয়া, কেরানিহাট, বান্দরবান জেলা এবং কক্সবাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েন এই চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ ।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার মরিচ্চা বাজার এলাকার আবুল হোসেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজাল নগরের বাসিন্দা ছোটন দাশ, কক্সবাজার সদর থানা এলাকার কলাতলী এলাকার রাশেল এবং উখিয়া উপজেলার মরিচ্চা এলাকার রাসেল । তারা সবাই ২০ থেকে ২৫ বছরের যুবক বলে জানাই পুলিশ ।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর বান্দরবান জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ্যাডভোকেট কাজী সালাউদ্দিন প্রিন্স এর একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ক্লোজ সার্কিট ক্যামরায় ধরা পরে বিষয়টি। এই চুরির ঘটনার সাথে জড়িত দুইজন পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত চারজনের মধ্যে রয়েছে।
4 মন্তব্য
অভিনন্দন বান্দরবন থানাকে।
ধন্য
এদের কনডেম সেলে ভর্তি করা হোক। হি হি, কারন আমার মটর সাইকেলতাও দুই দুই বার চোরের খপ্পরে পরেছেতো। ভাগ্যিস্ বাঁইচা গেছিতো দুই বার। তিন বারের মাথায় কি হবে উপর ওয়ালাই জানে, তার একদিন কি আমার একদিন দেখা যাবে।
বামের ছেলেটা তামিম না?