বান্দরবানে মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বান্দরবানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান মোহনা টেলিভিশনের দর্শক ফোরামের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এক কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

NewsDetails_03

এসময় অন্যান্যদের মাঝে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ হাকিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, অর্থ সম্পাদক মুছা ফারুকী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, জিটিভি প্রতিনিধি মোঃ ইসহাক, যমুনা টিভি প্রতিনিধি বাটিং মার্মা, মোহনা টেলিভিশন বান্দরবান জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ১৪ বছর দীর্ঘ পথ পারি দিয়ে মোহনা টেলিভিশন এখন ১৫ বছরে পর্দাপন করেছে। একটি প্রতিষ্ঠানের ১৫ বছরে পর্দাপন অনেক গৌরবের বিষয়।

তিনি আরো বলেন, মোহনা টেলিভিশন এখন দিন দিন দর্শক শ্রোতাদের মন জয় করে নিচ্ছে। মোহনা টেলিভিশন এখন আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠেছে। এই টেলিভিশন এখন জনগণের সুখ, দু:খ, উন্নয়ন এবং নানা দুর্নীতির খবর তুলে ধরে সবার মনে স্থান করে নিয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোহনা টেলিভিশনের ১৫তম বছর পর্দাপন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা।

আরও পড়ুন