বান্দরবানে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

NewsDetails_01

বান্দরবানে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
“ মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বান্দরবানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে মৎস্য অধিদপ্তর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বান্দরবান জেলার মৎস্য উৎপাদন ও ছাহিদার বিভিন্ন তথ্য তুলে ধরেন। বক্তারা এসময় আরো বলেন,আগামী ১৮ জুলাই থেকে সপ্তাহব্যাপী বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে এবং এই মৎস্য সপ্তাহে র‌্যালী,আলোচনা সভা,সচেতনতা কার্যক্রম,বিনামুল্যে মৎস্য পোনা বিতরণসহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করা হবে।
সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা অনিল সাহা,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:জিয়া উদ্দিন,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাংবাদিক মনিরুল ইসলাম, হাকিম চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন