যক্ষা রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে বান্দরবান পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সাথে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) বান্দরবান জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বান্দরবান শিল্পকলা একাডেমীর অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ মোমেন চৌধুরীর সভাপতিত্বে এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর হাসপাতালের সাবেক মেডিকেল আবাসিক অফিসার ডা: মো: মাজেদুর রহমান, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রাফিয়া আক্তার রিনা, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি চট্টগ্রামের কো:অডিনেটর হেলাল খন্দকারসহ বান্দরবান পৌর এলাকার বিভিন্ন মসজিদের ৩০জন ইমাম-মোয়াজ্জিন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় বক্তারা বলেন, যক্ষা হলে রক্ষা নেই এই কথার ভিত্তি নেই। নিয়মিত পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষা সম্পূর্ণ ভাবে ভালো হয়। ইতোমধ্যে সারাদেশে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) উদ্যোগে সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সারাদেশে অনেকাংশ রোগ নিয়ন্ত্রণ হচ্ছে।